×

জাতীয়

সানজানার 'আত্মহত্যা': রিমান্ড শেষে বাবা কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৬ পিএম

সানজানার 'আত্মহত্যা': রিমান্ড শেষে বাবা কারাগারে

ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখানে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার আত্মহত্যার ঘটনায় করা মামলায় তার বাবা শাহীন আলম একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক রেজিয়া খাতুন। অন্যদিকে আসামিপক্ষ আসামির জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১ সেপ্টেম্বর শাহীন আলমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগের দিন দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে সানজানার বাবা শাহীন আলমকে গ্রেপ্তার করে র‌্যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App