×

সাহিত্য

শিল্পকলার মঞ্চে ফেইম নাট্যদলের ‘ইডিপাস’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৮ পিএম

শিল্পকলার মঞ্চে ফেইম নাট্যদলের ‘ইডিপাস’

শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হয় নাটক ইডিপাস। ছবি: ভোরের কাগজ।

শিল্পকলার মঞ্চে ফেইম নাট্যদলের ‘ইডিপাস’

ফেইম স্কুল অব ড্রামা অ্যান্ড মিউজিকের শিল্পীরা নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। ছবি: ভোরের কাগজ।

চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ফেইম স্কুল অব ড্রামা অ্যান্ড মিউজিক শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে দর্শকনন্দিত নাটক ইডিপাস।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হয় নাটকটি।

[caption id="attachment_365683" align="aligncenter" width="700"] ফেইম স্কুল অব ড্রামা অ্যান্ড মিউজিকের শিল্পীরা নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। ছবি: ভোরের কাগজ।[/caption]

বিখ্যাত গ্রীক নাট্যকার সফোক্লিসের কালোত্তীর্ণ ট্র্যাজেডি ইডিপাস অবলম্বনে সৈয়দ আলী আহসান ও সুধাংশু রঞ্জন ঘোষ অনূদিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন ফেইম পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ।

নিয়তির চরম নিষ্ঠুরতায় রাজা ইডিপাস রাজ্য হারায়। তার জীবনের প্রতিটি বাঁকে বাঁকে দেখা দেয় দুর্দশা। করুণ পরিণতির মধ্য দিয়ে শেষ হয় ইডিপাস অধ্যায়। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা।

কর্মব্যস্ততার পরিবর্তে ছুটির দিন হওয়াতে নাটকটি দেখার জন্য গতকাল শনিবার মিলনায়তনজুড়ে ছিল নাট্যপ্রেমী দর্শকদের উপচেপড়া ভিড়। নাটকটি উপভোগে ইডিপাসের করুণ পরিণতি দেখে দর্শকদের মধ্যে বিষাদের ছায়া ফুটে উঠলেও অভিনয়শিল্পীদের শিল্পের নান্দনিকতায় নাটক চলাকালীন করতালিতেও শিল্পীদেরকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছিলেন দর্শকরা।

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছরব্যাপি কর্মসূচির অংশ হিসেবে আগের দিন শুক্রবার একই সময় একই মিলনায়তনে মঞ্চায়ন হয় বিখ্যাত লেখক স্যামুয়েল ব্যাকেট রচিত ওয়েটিং ফর গডো অবলম্বনে কবীর চৌধুরী অনূদিত নাটক প্রতীক্ষা অন্তহীন। এই নাটকটিরও নির্দেশনায় ছিলেন ফেইম পরিচালক অসীম দাশ। একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাট্যকেন্দ্র প্রযোজিত নাটক পূণ্যাহ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় থিয়েটার প্রযোজিত নাটক মুক্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App