×

আন্তর্জাতিক

ভারতে ‌ভুয়া খবর প্রচারে শীর্ষে পশ্চিমবঙ্গ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৬ এএম

ভারতে ‌ভুয়া খবর প্রচারে শীর্ষে পশ্চিমবঙ্গ

প্রতীকী ছবি

২০২১ সালে ভারতে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়িয়েছে পশ্চিমবঙ্গ থেকে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পশ্চিমবঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৩টি ভুয়া খবর ছড়ানো হয়েছে। শুধু কলকাতায় ছড়ানো ভুয়া খবরের সংখ্যাই ২৮টি। যা ভারতে দায়েরকৃত এ ধরনের মামলার প্রায় এক-চতুর্থাংশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির ভোট ব্যাংকে ব্যাপক উত্থান ঘটে। গেরুয়া দলের টার্গেট ছিল ২০২১ সালের ভোট। পাল্টা তৃণমূলও রাশ ধরে রাখতে মরিয়া ছিল। ফলে প্রচারের উত্তাপ তুঙ্গে উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় প্রচার অন্য মাত্রায় পৌঁছেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চরমে পৌঁছে। এ প্রসঙ্গে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান অধ্যাপক চট্টোপাধ্যায়ের কথায়, এটি উদ্বেগের বিষয়। তবে আশ্চর্যজনক নয়। কারণ পোস্ট-ট্রুথ যুগে রাজনৈতিক প্রচার, জনগণের কাছে পৌঁছানোর জন্য অনৈতিক উপায় গ্রহণ করছে। এটি আরও প্রাধান্য পাচ্ছে।

ভুয়া খবর ছড়ানোর তালিকায় পশ্চিমবঙ্গের পরেই রয়েছে তেলেঙ্গানা। রাজ্যটিতে ৩৪টি ও উত্তর প্রদেশে ২৪টি ভুয়া খবর শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ভারতে ১৭৯টি মামলার রিপোর্ট হয়েছে। শতাংশের বিচারে পশ্চিমঙ্গের ক্ষেত্রে যায় ২৪ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App