×

জাতীয়

বিসিএসে পরীক্ষা পদ্ধতিতে ‘ভারসাম্য’ আনছে পিএসসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩ এএম

বিসিএসে পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ভবিষ্যতে পিএসসির অধীন যত প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে রাখা হবে ‘ভারসাম্য’।

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য তৈরি করা হবে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’। এর ফলে কোনো একটি বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা বেশি সুবিধা পাবেন না। শিগগিরই পরিবর্তিত এ পদ্ধতি প্রয়োগ করা হবে। পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত কয়েকটি পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে আসা চাকরি প্রার্থীরাই সহজ প্রশ্ন পেয়ে আসছেন। পরিবর্তিত পদ্ধতি অনুযায়ী এ ব্যবস্থার মধ্যে ভারসাম্য আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App