বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে: ফখরুল

আগের সংবাদ

সানজানার 'আত্মহত্যা': রিমান্ড শেষে বাবা কারাগারে

পরের সংবাদ

বিপিজিএমইএ’র সভাপতি পদে সামিম আহমেদ পুনর্নির্বাচিত

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২ , ৫:২৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২২ , ৫:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) এর সভাপতি পদে সামিম আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া গিয়াসউদ্দিন আহমেদ সিনিয়র সহ সভাপতি এবং কে. এম. ইকবাল হোসেন ও কাজী আনোয়ারুল হক সহ সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০২২-২০২৩ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক বিপিজিএমইএ’র পল্টনস্থ প্রধান কার্যালয়ে উপরোক্ত ফলাফল ঘোষণা করেন।

উপরোল্লিখিত নবনির্বাচিত পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০২২-২০২৩সেশন) অত্র এসোসিয়েশনকে নেতৃত্ব প্রদান করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক গত ১ সেপ্টেম্বর এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য নির্বাচিত হন। পরিচালনা পরিষদের নবনির্বাচিত সদস্যরা হলেন, সাধারণ গ্রুপ- মো. ইউসুফ আশরাফ, হুমায়ুন কবির বাবলু, মো. এনামুল হক, মো. আব্দুল মান্নান, আব্দুল কাদেও জিলানি । সহযোগী গ্রুপ- কে এম ইকবাল হোসেন, মো. খোরশেদ আলম ।

২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের সদস্যরা হলেন, মো. জসিম উদ্দিন, সামিম আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, কে. এম. ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, মোসাদ্দেকুর রহমান নান্নু, হুমায়ুন কবির বাবলু, মো. গোলাম কিবরিয়া, মো. ইয়াকুব, নুর আলম বাচ্চু, মো. আব্দুল মান্নান, এ.টি.এম.সাঈদুর রহমান বুলবুল, মো. শাহজাহান, মো. খোরশেদ আলম, এনামুল হক, আমান উল্লাহ, মো. আব্দুর রশিদ ভূঁইয়া ও আব্দুল কাদের জিলানী।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়