×

জাতীয়

হাসপাতালে আরও ৯০ ডেঙ্গু রোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৪ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৪৭ জনে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯ জন ঢাকার বাইরের। বর্তমানে সারা দেশে ৭৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১২৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট পাঁচ হাজার ৬৪৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। ওই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। করোনা মহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App