×

জাতীয়

চা-শ্রমিকদের সঙ্গে শনিবার বিকেলে কথা বলবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৯ পিএম

দেশের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এ কনফারেন্স করবেন।

গত ২৭ আগস্ট বিকেলে চা–বাগানমালিকদের সঙ্গে গণভবনে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেসময় চা–শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেন তিনি। এতে চা-শ্রমিকরা হতাশ হলেও নেতাদের সিদ্ধান্তে কাজে ফিরে যান।

তবে এবার চা-শ্রমিকদের সামনে সুযোগ এসেছে বলার। লাক্কাতুরা চা-বাগানের শ্রমিকরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন চা-শিল্পের ১৬৮ বছরের দাসত্ব জীবন বঞ্চনার করুণ ইতিহাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App