×

সারাদেশ

সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪০ পিএম

সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

সুনামগঞ্জে বিএনপির মিছিল। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের আলফাত স্কয়ার পয়েন্ট অতিক্রম করতে চাইলে পুলিশ বাধা দেয়।

পরে নেতাকর্মীরা পুনরায় বিক্ষোভ মিছিলটি নিয়ে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এসে সমাপ্ত করেন।

বিক্ষোভ মিছিলের আগে পুরাতন বাসটেন্ড এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, মল্লিক মঈন উদ্দিন সুহেল, আনিসুল হক, আবুল কালাম আজাদ, আ ত ম মিসবাহ, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরে নুর আলী, রেজাউল হক, যুগ্ম সম্পাদক নূর হোসেন, নাসিম উদ্দিন লাল, অ্যাড. মোনাজ্জিল হোসেন সুজন, জুনাব আলী, মামুনরুর রশিদ শান্ত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জাান কামরুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখব উদ্দিন, ধরমপাশা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামুসুজ্জামান, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভোটারবিহীন এই আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এই সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতাকে নির্বাসনে পাঠিয়েছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। অবিলম্বে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রদানের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App