×

সারাদেশ

রামগড়ে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৪ পিএম

রামগড়ে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

ফেনীর হাসপাতালে জন্ম নেয়া চার শিশু। ফাইল ছবি।

রামগড়ে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

ফেনীর হাসপাতালে জন্ম নেয়া চার শিশু। ফাইল ছবি।

ফেনীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। জন্ম নেয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

ফারজানা আক্তার খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী।

চিকিৎসকেরা জানান, ফারজানা আক্তার দীর্ঘদিন ধরে সাব-ফার্টিলিটিতে ভুগছিলেন। নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।

নবজাতকদের পিতা আলমগীর হোসেন জানান, চিকিৎসকরা আমার স্ত্রীকে সব সময় চেকআপের মধ্যে রেখেছেন। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. রোকসানা বেগম স্বপ্না বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App