×

সারাদেশ

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা, আহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫ পিএম

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা, আহত ৫

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা। ফাইল ছবি

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভায় হামলা চালিয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এই সময় অন্তত ৫জন বিএনপি নেতা আহত হয়েছে বলে জানা গেছে।

পৌর বিএনপির সভাপতি আমানত গাজী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আ: মতিন এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের চাঁদপুর-রায়পুর সড়কের বিএনপি অফিসে এই ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- উপজেলা যুবদলের সদস্য মামুনুর রশিদ, তানভির আহমেদ নকিব,ছাত্রদল নেতা অনিক হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান ও নাজিম উদ্দিন।

পৌর বিএনপির সভাপতি আমানত গাজী ও উপজেলা যুবদলের সদস্য সচিব আ: মতিন জানান, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় অফিসে সভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় আওয়ামী লীগের একটি মিছিল তাদের দলীয় অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে হামলা করে। এসময় তাদের হামলায় যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের ৫জন নেতাকর্মী আহত হয়।

এর কিছুক্ষণ পর তারা পুনরায় মিছিল নিয়ে এসে দলের অফিসের আসবাবপত্র ভাঙচুর করে।

এদিকে আজকের ন্যাক্কারজনক ঘটনার জন্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মঞ্জিল হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি শহিদ হোসেন জানান, বিএনপির সভায় কিছু দুষ্কৃতিকারী হামলা চালানোর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App