×

জাতীয়

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পিএম

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরে সংঘর্ষে একজন ছাত্রদল কর্মী নিহত হন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলিতে ছাত্রদলের দুজন নেতা নিহত হয়েছেন। স্থানীয় সূত্র এ খবর জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হন মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলামসহ স্থানীয় বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সংঘর্ষে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন। নিহতরা হলেন- সরকারি তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান সুজন ও ফতুল্লার এনায়েতনগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা শাওন।

পুলিশের মুহুর্মুহু টিয়ার শেলে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মর্গ্যান স্কুলের বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব রাজসহ দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক।

উল্লেখ্য, সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২ নং রেলগেট এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App