×

খেলা

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৭ পিএম

দুবাইয়ে এশিয়া কাপের বাঁচা মরার লড়াইয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কার অধিনায়ক দাসুন শানাকা । শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লঙ্কা- বাংলা ম্যাচে যারা জিতবে তারা সুপার ফোরের টিকেট নিশ্চিত করবে। যারা হারবে তারা বিদায় নেবে। আজ টাইগার একাদশে ৩টি পরিবর্তন এসেছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়ানোর আগে দুই দেশের খেলোয়াড়, কর্মকর্তারা বাক যুদ্ধে জড়ান। শুরুটা লঙ্কার অধিনায়ক দাসুন শানাকা করেছিলেন। পাল্টা উত্তর দিয়েছিলেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। একধাপ এগিয়ে এসে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন শ্রীলঙ্কাকে আবার তাঁতিয়ে দেন। শ্রীলঙ্কার স্পিন কোচ পিয়াল ভিজেতুঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সেই আগুনে ঘি ঢাললেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বিশাল হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে। বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বমানের কোনও বোলার নেই বলেও মন্তব্য ছিল তার। লঙ্কান অধিনায়কের এমন মন্তব্য নিয়ে মেহেদী হাসান মিরাজের হুংকার, মাঠে প্রমাণ হবে কে ভালো, কে খারাপ।’ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর সুজন। তার কাছে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ নিয়ে জানতে চাইলে বলেছেন, ‘আমাদের অন্তত মোস্তাফিজ এবং সাকিবের মতো বিশ্বমানের বোলার আছে। আমি তো শ্রীলঙ্কার বোলারই দেখি না।’ পাল্টা জবাবে লঙ্কান কোচ পিয়াল ভিজেতুঙ্গে বলেছেন, শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। সুজনের বক্তব্যের ভিডিও দেখে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেননি জয়াবর্ধনে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা জয়াবর্ধনে টুইটারের ভিডিও পোস্ট করে লিখেছেন, মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের তাদের সামর্থ্য দেখানোর সময় চলে এসেছে এবং মাঠে ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণ দিতে হবে।’ মাঠে নামার আগেই দুই শিবিরে আগুন-বারুদে পরিস্থিতি। মাঠের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই পাওয়া যাচ্ছে। কার ভাগ্যে আজ জয় লেখা আছে, উত্তর মিলবে রাতেই। শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতেই হেরেছে। বাংলাদেশ হেরেছে সর্বশেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে ১৪টিতেই। সর্বশেষ ৫ ম্যাচ হিসেবে আনলে দুই দলেরই হার চারটি করে, জয় একটি। মুখোমুখি লড়াইয়ে অবশ্য লঙ্কানরা এগিয়ে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১২ টি-টোয়েন্টির ৮টি জিতেছে তারা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যানে আবার এগিয়ে টাইগাররা। লঙ্কানদের সঙ্গে সর্বশেষ তিন দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App