×

খেলা

হংকংকে উড়িয়ে সুপার ফোরে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১১:৩২ পিএম

হংকংকে উড়িয়ে সুপার ফোরে ভারত

বুধবার হংকংকে উড়িয়ে সুপার ফোরে যেতে পারায় উচ্ছ্বসিত ভারতীয় দলের ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত। ২ সেপ্টেম্বর পাকিস্তান হংকংকে হারাতে পারলে সুপার ফোরের টিকেট নিশ্চিত হবে। বৃহস্পতিবার বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বুধবার (৩১ আগষ্ট) ভারতের ১৯২ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে হংকং। সৌখিন খেলোয়াড় নিয়ে গড়া হংকং দল ম্যাচে হারলে ভারতীয় বোলারদের মোকাবেলায় তারা যথেস্ট সাহসিকতার পরিচয় দিয়েছে। হংকংয়ের বাবর হায়াত ৩৫ বলে ৪১ এবং কিঞ্চিত শাহ ২৭ বলে ৩০ রানের ইনিংস খেলেন।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকেই ব্যাট করার আমন্ত্রণ জানায় হংকং। টস হেরে ব্যাট করতে নেমে হংকংয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রানের চাকা খুব বেশি সচল রাখতে পারছিলেন না রোহিতরা। হংকং বোলারদের যেভাবে স্কোরবোর্ডকে রান বন্যায় ভাসিয়ে দেয়ার কথা ছিল ভারতের, তেমনটা হচ্ছিল না। হংকংয়ের মত বিশ্বি ক্রিকেটে পিছিয়ে থাকা দলের সামনেও শুরুতে অনেকটা চুপসে গিয়েছিল ভারতের মত মহা শক্তিশালী ক্রিকেট পরাশক্তির ব্যাটিং। লোকেশ রাহুল, রোহিত শর্মার মত মারকাটারি ব্যাটারদের অনেকটাই চেপে ধরেছিলেন হংকং বোলাররা। লোকেশ রাহুলের মত ব্যাটার ৩৯ বল খেলে করেছেন ৩৬ রান। স্ট্রাইক রেট ৯৩.৩০ করে। ১৩ বল খেলে ২১ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। এরপর জুটি বাধেন বিরাট কোহলি এবং সুর্যকুমার যাদব। তারাও শুরুতে খুব একটা হাত খুলে খেলতে পারছিলেন না। তবে ১৪তম ওভার থেকে মারমুখি হয়ে ওঠেন কোহলি এবং সুর্যকুমার যাদব। দু’জনের ব্যাট থেকেই এলো দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরি। এ দু’জনের ব্যাটে ঝড়ের সামনে শেষ মুহূর্তে আর কুলিয়ে উঠতে পারেনি হংকং বোলিং। ৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কোহলি এবং ২৬ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন সুর্যকুমার যাদব। তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ২৬১.৫৩ করে। দুবাইয়ে আজ হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩১তম হাফসেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৬ষ্ট হাফসেঞ্চুরির আদায় করে নেন। বাবর হায়াত, এহসান খান, ইয়াসিম মুর্তাজা হংকংয়ের এই তিন ক্রিকেটার বাবা হয়েছেন। তবে সন্তানের মুখ এখনো দেখা হয়ে ওঠেনি তাঁদের। এই যে হংকংয়ের ক্রিকেটাররা টানা তিন মাস ক্রিকেট খেলে যাচ্ছেন, এমনকি সন্তানসন্ততির মুখ পর্যন্ত দেখা হচ্ছে না, এটা এক বিস্ময়কর ব্যাপারই! কারণ, হায়াত-এহসান-ইয়াসিমরা যে পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার নন। শুধু এই তিনজন কেন, হংকং দলের বেশির ভাগ ক্রিকেটারই অন্য পেশার সঙ্গে যুক্ত। এটাই তো হওয়ার কথা! হংকংয়ে ক্রিকেট খেলে মনের ক্ষুধা মিটতে পারে, কিন্তু পেটের ক্ষুধা দূর হওয়ার নয়। দেশটিতে ক্রিকেট খেলাটা এখনো ওই রকম পেশা হয়ে ওঠেনি যে শুধু ক্রিকেট দিয়ে সেখানে পেট চলবে। হংকং দলের ক্রিকেটাররা এটা ভালো করেই জানেন, আর এ কারণেই তাঁরা পেট চালাতে চাকরি কিংবা ব্যবসা করেন। আর ক্রিকেটটাকে ভালোবাসেন বলেই শত বিপত্তি পেরিয়ে ক্রিকেট খেলাটা চালিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App