×

সারাদেশ

বিজিবির অভিযানে ৪৩ লাখ টাকার মাদক-চোরাচালান জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৮:২২ পিএম

বিজিবির অভিযানে ৪৩ লাখ টাকার মাদক-চোরাচালান জব্দ

ভারত সীমান্তে বিজিবি’র রামগড় ব্যাটালিয়নের অভিযানে জব্দকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত চোরাকারবারি। ছবি: ভোরের কাগজ।

আগস্ট মাস জুড়ে ভারত সীমান্তসহ অধীনস্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ লক্ষ ৬৫ হাজার ৪৮ টাকার অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য জব্দসহ এসব কাজে জড়িত ৮ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, ভারতীয় মদ, চোলাই মদ, ভারতীয় গরু, বিভিন্ন ভারতীয় ঔষধ, রাবার, কাঠ, চোরাচালানের কাজে ব্যবহৃত সিএনজি ও মোবাইল-ফোন ইত্যাদি।

৪৩ বিজিবির দেয়া তথ্যমতে, মাসজুড়ে অভিযানে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৮০ পিস ইয়াবা, ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১৭৮ বোতল ভারতীয় মদ, ৩০ লিটার চোলাই মদ, ২৩টি ভারতীয় গরু, ঔষধসহ ১৯৯০ পিস ভারতীয় ঔষধের কৌটা, ৯০ কেজি রাবার, দুইটি সিএনজি, তিনটি মোটরসাইকেল, দুইটি মোবাইল-ফোন ও ৯৪.৫৪ ঘনফুট বিভিন্ন প্রকার বনজ গোলকাঠ। জব্দকৃত এসব মাদক-চোরাচালানের বাজার মূল্য ৪২ লক্ষ ৬৫ হাজার ৪৮ টাকা।

এছাড়া, সীমান্তে বিজিবির এসব অভিযানে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃত আটজনের বিরুদ্ধে স্ব-স্ব থানায় বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জব্দকৃত মালামালের মধ্যে সংশ্লিষ্ট থানায় মামলার পর পরবর্তীতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সকলের উপস্থিতিতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয় এবং গবাদিপশুসহ অন্যান্য মালামাল সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন ও মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে সীমান্ত এলাকাসহ ব্যাটালিয়ন অধীনস্ত এলাকায় বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। যার ফলশ্রুতিতে মাসব্যাপী অভিযানে ব্যাপক মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ করার পাশাপাশি এসব কাজে জড়িত বেশ কয়েকজনকেও আটক করতে সক্ষম হয়েছে ৪৩ বিজিবি। ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানগুলো অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App