×

জাতীয়

চলতি বছর কোরিয়া যাচ্ছেন ৪ হাজার কর্মী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১২:২৫ পিএম

চলতি বছর কোরিয়া যাচ্ছেন ৪ হাজার কর্মী

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। ছবি: ভোরের কাগজ

চলতি বছর কোরিয়া যাচ্ছেন ৪ হাজার কর্মী

চলতি বছর কোরিয়া যাচ্ছেন চার হাজার কর্মী। যা গত কয়েক বছরের মধ্যে দ্বিগুণ বৃদ্ধি হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। এর মধ্যে বাণিজ্যে সবচেয়ে বেশি। রেকর্ড বাণিজ্য হয়েছে দুই হাজার তিনশো কোটি ডলার যার মধ্যে দুটি দেশের মধ্যে কোরিয়ার রপ্তানি ৮০ শতাংশ ও বাংলাদেশের ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

[caption id="attachment_364958" align="aligncenter" width="700"] বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। ছবি: ভোরের কাগজ[/caption]

রাষ্ট্রদূত বলেন, করোনার আগে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের কর্মী সবচেয়ে বেশি গমন করেছে। চলতি বছর চার হাজার কর্মী কোরিয়ায় যাচ্ছে। যা গত কয়েক বছরে দ্বিগুণ বৃদ্ধি হয়েছে।

এ সময় ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্যে রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App