×

জাতীয়

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২১৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৪:৪৬ পিএম

গত ২৪ ঘন্টায় দেশে ২১৪ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ সময় মৃত্যু হয়েছে আরও একজন কোভিড রোগীর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করে ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে আবার পাঁচ শতাংশ ছাড়িয়ে গেছে। দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ, যা আগের দিন চার দশমিক ০৮ শতাংশ ছিল।

মঙ্গলবার দেশে ১৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, রোববার থেকে তিন দিন কারও মৃত্যুর খবর আসেনি। সেই হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৮২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জন হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৩২৩ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের আট মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App