প্রথম এশীয় হিসেবে বিশ্বের শীর্ষ ধনীর মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে নাম রয়েছে ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানির। সেই সঙ্গে ধনাঢ্যতার বিচারে এক নম্বরে রয়েছেন টেসলা-স্পেসএক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তারপরেই রয়েছেন আরেক ধনকুবের জেফ বেজোস।
মঙ্গলবার ব্লুমবার্গে প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকা থেকে এসব জানা যায়।
তবে এবার শীর্ষ ১০-এ জায়গা হয়নি ভারতের আরেক ধনকুবের মুকেশ আম্বানির। নয় হাজার ১৯০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকায় একাদশে রয়েছেন তিনি।
ব্লুমবার্গ জানিয়েছে, গৌতম আদানির বর্তমান সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭৪০ কোটি ডলার। গত এক বছরে তার সম্পদ বেড়েছে দ্বিগুণের চেয়েও বেশি। তৃতীয় ধনী হওয়ার পথে ফরাসি কোটিপতি বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলেছেন তিনি। চতুর্থ স্থানে থাকা আর্নল্টের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৬০০ কোটি ডলার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।