×

মুক্তচিন্তা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে পথশিশুরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০১:৪৮ এএম

এসোসিয়েশন অব ক্লাইমেট রিফিউজিসের এক গবেষণায় উঠে এসেছে, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংশ্লিষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ২৪টি জেলা থেকে প্রায় ৬০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে এর চেয়েও উদ্বেগের বিষয় হলো, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের শিশুরা চরম সমস্যায় পড়েছে। ইউনিসেফের শিশুদের জলবায়ু ঝুঁকি সূচকে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫তম! দেশের প্রায় ২ কোটি শিশু জলবায়ু পরিবর্তনের শিকার এবং বড়দের তুলনায় শিশুরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিকূল আবহাওয়া, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ অন্যান্য পরিবেশগত প্রভাবের কারণে ইতোমধ্যেই বাংলাদেশের শিশুরা বিভিন্ন ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে। ইউনিসেফ বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে অনেক শিশু যৌনকর্মী হয়ে উঠছে, এর পাশাপাশি বিপজ্জনক শ্রম ও বাল্যবিয়েতে বাধ্য হচ্ছে। ইউনিসেফের হিসাবে, বাংলাদেশে পথশিশুর সংখ্যা ১০ লাখের বেশি এবং তারা সাধারণ শিশুদের মতো নয়। জীবন তাদের এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় প্রতিনিয়ত। জলবায়ু পরিবর্তন পথশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ওপর বড় প্রভাব ফেলেছে। যে শিশুরা বস্তিতে, শহর ও গ্রামাঞ্চলের রাস্তায় বাস করে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। রাস্তায় বসবাসকারী এবং কাজ করা শিশুরা তাদের প্রান্তিক সামাজিক অবস্থান, জন্ম নিবন্ধন বা সরকারি নাগরিকত্বের অভাব, জলবায়ু পরিবর্তন সম্পর্কে তথ্যের সীমিত জ্ঞানের কারণে অনেক মৌলিক মানবাধিকার যেমন খাদ্য, পানি, বাসস্থান, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ বাতাস, শিক্ষা এবং সুরক্ষা বুঝে উঠতে সংগ্রাম করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরা, বন্যা এবং গুরুতর আবহাওয়া পথশিশুদের নিরাপদ পানীয়জল এবং স্যানিটেশন পাওয়াকে প্রভাবিত করে। পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় পথশিশুরা অপুষ্টির ঝুঁকিতে থাকে। এর পাশাপাশি বন্যা ও অন্যান্য দুর্যোগের কারণে তারা দৈনিক কাজ হারাতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধুমাত্র তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করে না, বরং এটি তাদেরকে অপরাধ, গ্যাং এবং শোষণমূলক শ্রম পছন্দ করতে বাধ্য করতে পারে। দারিদ্র্য এবং হতাশার ফলে পাচার এবং যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতাসহ পথশিশুদের মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ পথশিশু এবং তাদের পরিবারকে বেঁচে থাকার জন্য অন্য স্থানে চলে যেতে বাধ্য করে। ফলে অভিবাসী শিশুরা সাধারণত শিশু সুরক্ষা পরিসেবাগুলোর কাছে পৌঁছায় না। প্রাকৃতিক জরুরি অবস্থার কারণে শিশুদের জীবনে আকস্মিক পরিবর্তনের কারণে মানসিক ট্রমা হয় এবং সেখানে অনেক ক্ষেত্রেই উপযুক্ত মনোসামাজিক চিকিৎসা পৌঁছায় না। ওপরের সবই শিশুদের শিক্ষার অধিকারকে বাধাগ্রস্ত করে। ফলে ধনী-দরিদ্রের ব্যবধান আরো বেড়ে যায়। জলবায়ু পরিবর্তন পথশিশুদের বেঁচে থাকা, উন্নয়ন, পুষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্যসেবাকে হুমকির মুখে ফেলে- এসবই শিশু অধিকারের কনভেনশনে উল্লেখ করা হয়েছে। তাই পথশিশুদের জলবায়ু পরিবর্তন ঝুঁকি সুরক্ষাবিষয়ক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা উচিত। জলবায়ুর জরুরি পরিস্থিতিতে বিশেষ কর্মসূচিসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে অতিরিক্ত তহবিল সরবরাহ করা উচিত। আশ্রয়কেন্দ্র বা অস্থায়ী স্থানান্তরযোগ্য বাড়ি তৈরির পদক্ষেপও এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। ড্রপ-ইন সেন্টার তৈরি পথশিশুদের ব্যবহারিক চাহিদা মেটানোর জন্য ভিত্তি হিসেবে কাজ করতে পারে এবং অভিযোজন ক্ষমতা বিকাশের স্থান হিসেবে কাজ করতে পারে। জলবায়ু বিপর্যয়ের মুখে পথশিশু এবং তাদের অধিকার রক্ষার জন্য সরকারি-বেসরকারি সমাজকর্মীদের প্রশিক্ষণ দেয়াও আরেকটি উপযুক্ত পদক্ষেপ। এছাড়া পথশিশুদের জন্য বিশেষ জরুরি তহবিল গঠনকে উৎসাহিত করতে হবে। গেøাবাল ওয়ার্মিং এবং এর প্রভাবগুলো কমাতে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করার জন্য সব দেশের সরকারকে একসঙ্গে কাজ করার পাশাপাশি, জলবায়ুগত প্রভাবগুলোর সঙ্গে দরিদ্রদের খাপ খাইয়ে নিতে সহায়তা প্রয়োজন, যাতে পথশিশুরা এই ধরনের পরিস্থিতিতে বেঁচে থাকতে শিখতে পারে। দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং পথশিশুদের মধ্যে যোগসূত্র আরো ভালোভাবে বোঝার জন্য জাতীয় স্তরে একাধিক পদক্ষেপ আসলেই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এটি নীতিনির্ধারক এবং কর্মসূচি বাস্তবায়নকারীদের মাধ্যমে পথশিশুদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ইউনিসেফের মাধ্যমে গৃহীত পদক্ষেপের জন্য জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা পথশিশুরা সুড়ঙ্গের শেষে আশার আলো দেখতে পারে। বেনজীর আহমেদ সিদ্দিকী লেখক ও সমাজকর্মী। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App