×

জাতীয়

চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-পরীর চার শাবক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৯:৩৮ এএম

চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-পরীর চার শাবক

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে জন্ম নেওয়া চার শাবক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে জন্ম নেওয়া চার শাবক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত ৩০ জুলাই চিড়িয়াখানায় সাদা রঙের চারটি বাঘের জন্ম দেয় বাঘিনী পরী।

জন্মের এক মাস পর সোমবার (২৯ আগস্ট) নামকরণ শেষে তাদেরকে সবার সামনে নিয়ে আসেন চট্টগ্রাম চিড়িয়াখানার নির্বাহী কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো ই-টিকিটিং চালু হলো। ঘরে বসেই টিকিট প্রত্যাশীরা (www.chittagongzoo.gov.bd) তাদের টিকিট কাটতে পারবেন। ফলে চিড়িয়াখানায় গিয়ে আর লাইন ধরে টিকিট কাটতে হবে না।

এ দিন প্রথমবারের মতো ই-টিকিটিং চালু করা হয়। ফলে ঘরে বসেই দর্শনার্থীরা চিড়িয়াখানার টিকিট কাটতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App