×

জাতীয়

সংকট কাটাতে রাশিয়া থেকে ৫ লাখ টন গম কিনবে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৩:৩৩ পিএম

সংকট কাটাতে রাশিয়া থেকে ৫ লাখ টন গম কিনবে সরকার

গম। ফাইল ছবি

সংকট কাটাতে রাশিয়া থেকে ৫ লাখ টন গম কিনবে সরকার। রোববার (২৮ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ও রাশিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে কিছুদিনের মধ্যেই রাশিয়ার সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে বলে দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গমবাহী জাহাজ আগামী জানুয়ারির মধ্যেই বাংলাদেশে আসবে বলে জানা গেছে। তবে রুবল নয়, ডলারের মাধ্যমেই রাশিয়া থেকে গম কিনতে পারবে বাংলাদেশ। দেশের বাজারে সরবরাহ নিশ্চিত করতে প্রতি টন ৪৩০ ডলার দরে এ গম আমদানি করা হবে। গমের এ দামের সঙ্গে পরিবহন খরচ, বীমা ও খালাসের খরচ যুক্ত করা হয়েছে।

ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও গম আমদানিতে সংকটে পড়ে। গত মে মাসে বাংলাদেশে গমের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ ভারত রফতানি বন্ধ করে দিলে সংকট আরও বেড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App