×

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৬:৪৬ পিএম

কোন স্বার্থে কারা মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করছে দ্বিচারিতাকে কারা প্রমোট করছে

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার অনিয়ম ও দুর্নীতি রোধ করতে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। যারা ১৯৭৫ সালে এই অর্জনকে ধুলোয় মিশিয়ে দেয়ার চেষ্টা করেছে, আজ খুঁজে দেখেন সব জায়গায় তাদের প্রেতাত্মারা নতুন করে এই প্রশ্নের জন্ম দিচ্ছে। আমি আগে বাঙালি নাকি আগে মুসলমান-এটি কোনো প্রশ্নের বিষয় না। আমি বাঙালিও, আমি মুসলমানও। সমস্যাটা কী?

তিনি বলেন, কিছুদিন আগে একবার টিপ নিয়ে এক ধরনের কথা হলো। এখন আবার নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কথা হচ্ছে। এগুলো বাংলাদেশে মিমাংসিত বিষয় ছিল। কোন স্বার্থে, কার স্বার্থে এবং কারা এগুলো নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করছে, অমিমাংসিত করছে?

সোমবার (২৯ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি এমপিওভুক্তি, শিক্ষা প্রতিষ্ঠানে দুদিন ছুটি, শিক্ষার্থীদের আত্মহত্যা, নারীদের পোশাক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সমাজের ভূমিকাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকতারুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিইআরএফ সভাপতি মুস্তফা মল্লিক, সাধারণ সম্পাদক এসএম আব্বাস উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা ঠেকাতে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করা হবে। যে কোনো আত্মহত্যাই অনাকাঙ্খিত। অনেক ক্ষেত্রে পারিবারিক প্রত্যাশার চাপ বেশি থাকে শিক্ষার্থীদের ওপর। বাবা-মায়ের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে। করোনার প্রভাবেও শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে। মাধ্যমিকের দুই লাখ শিক্ষককে কাউন্সেলিং বিষয়ে ট্রেনিং দেয়া হচ্ছে। প্রতি বিদ্যালয়ে দুজন কাউন্সেলিং অভিজ্ঞ শিক্ষক থাকবেন।

হলিক্রসের শিক্ষার্থী নিহতের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি আমাদের কাছে এখানো স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে। নিহত শিক্ষার্থী তিন বিষয়ে ফেল করেছিল। পরিবারে এ নিয়ে এক ধরনের চাপ ছিল। সামাজিকভাবেও এক ধরনের চাপ তৈরি হয়। এসব কারণে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর সময় পরিবর্তন হচ্ছে না জনিয়ে মন্ত্রী বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। সে কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরুর সময় পরিবর্তন করার চিন্তাভাবনা করা হচ্ছে না। স্কুল-কলেজের শুরু ও ছুটির সময় পরিবর্তন করা হলে পরে সেটি পরিবর্তন করা কঠিন হয়ে যাবে। আগামী বছর থেকে আমাদের নতুন কারিকুলাম বাস্তবায়নের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুদিন কার্যকর করার কথা ছিল। সেটি এখন থেকেই কার্যকর করা হয়েছে। স্কুল-কলেজের ছুটি শুক্রবার-শনিবারের বদলে বৃহস্পতিবার-শুক্রবার কেন করা হচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, অনেক কর্মজীবী অভিভাবক বৃহস্পতিবার বাসায় থাকেন না। সেই ক্ষেত্রে শিক্ষার্থীর ছুটি কাজে আসে না। এটি আমাদের প্রস্তাবনায় থাকলেও সেটি বাতিল করে শুক্রবার-শনিবার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ের ঘটনার দিকে ইঙ্গিত করে দীপু মনি বলেন, বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে, আমরা এখন রোবোটিক্স সায়েন্স নিয়ে কথা বলবো, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো, এখন নারীর পোশাকের দৈর্ঘ্য নিয়ে কথা বলার সময় নয়। কপালে টিপ আছে, কি নেই এটা নিয়ে প্রশ্ন হতে পারে না। তিনি আর বলেন, কোনো কোনো প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটছে।

হাজার বছর ধরে এই ভূখণ্ডে সনাতন ও বৌদ্ধ ধর্মের মানুষ ছিল উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলে খ্রিস্ট ধর্মের মানুষ এসেছে, তাদের সংখ্যা বেড়েছে। ইসলাম ধর্ম এসেছে, এখানে প্রসারিত হয়েছে। এই ভূখণ্ডে সব ধরনের ধর্ম, সংস্কৃতি ও ১৭টি ভাষাভাষীর মানুষ এখানে ছিল। সেই ভূখণ্ডে একটি ভাষাকে ভিত্তি করে বিশাল আন্দোলনের মধ্য দিয়ে একজি জাতি, রাষ্ট্রের জন্ম হলো। সেখানে এতো রক্ত দিয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে, ধর্ম নিরপেক্ষতার পক্ষে, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম সেটি মিমাংসীত বিষয়।

মধ্যপ্রাচ্যে মুসলমানরাও উলুধ্বনি দেয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এই ভূখণ্ডে সনাতন ধর্মের মানুষরা উলুধ্বনি দেয়, এগুলো সাংস্কৃতিক অনুসঙ্গ। এখানে বিয়েতে, গায়ে হলুদে যা হয়, এটা কি মুসলিম বিয়ের কোনও অংশ-প্রশ্ন মন্ত্রীর। কবুল পড়া, সাক্ষ্য দেয়া ও দোয়া পড়া ছাড়া মুসলিম রীতিতে বিয়ের অংশে আরতো কিছু নেই। যারা ইসলাম-ইসলাম করে পাগল করে ফেলছেন, এইটার দৈর্ঘ্য এত হতে হবে, এইটার প্রস্থ এত হতে হবে এটা নিয়ে যারা বলেন, আমরাতো দেখি তাদের ছেলে-মেয়ের বিয়েতে গায়ে গলুদ থেকে সবই হচ্ছে।

এসব সংস্কৃতির অংশ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সংস্কৃতি মানবো, কিন্তু টিপ পরা, ছেলে-মেয়েদের গান শেখা, কবিতা আবৃত্তি করা মানবো না এটা তো দ্বিচারিতা। সমাজে এই দ্বিচারিতাকে কারা প্রমোট করছে, সেটি আমরা সবাই জানি। আমরা মুখ ফুটে বলি না। আমি যদি আমার সমাজে অসাম্প্রদায়িকতা চাই, আমি যদি সবার অধিকার চাই, সবার কথা বলার অধিকার চাই, সবার স্বাধীনভাবে চলার অধিকার চাই, তাহলে এটার সঙ্গে ওই কূপমন্ডুকতা, কুসংস্কার ও পশ্চাৎপদতা একসঙ্গে যায় না।

এমপিওভুক্তিতে যোগ্যতা থাকা কোনো প্রতিষ্ঠান বাদ পড়েনি। তবু ভুল তথ্য দেয়ার কারণে কোনো প্রতিষ্ঠান বাদ পড়ে থাকলে তা  ‍পুনর্বিবেচনা করার জন্য  ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছে। শিক্ষা মন্ত্রণালয় এসব পর্যালোচনা শেষ করেছে। শিগগির এমপিওভুক্তির নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এখানে নতুন করে কোনো প্রতিষ্ঠানকে যুক্ত করার সুযোগ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App