×

আন্তর্জাতিক

বিমানে মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১২:৩৪ পিএম

বিমানে মাঝ আকাশে দুই পাইলটের হাতাহাতি

ছবি: সংগৃহীত

মাটি ছেড়ে বিমান আকাশে উড়তেই ককপিটে দুই পাইলটের হাতাহাতি বেধে গেল! এক পাইলটের গালে সপাটে চড় কষালেন অপর জন। তারপর একে অপরের জামার কলার ধরে ধস্তাধস্তিতে জড়ালেন। সেই সময় আকাশে উড়ছে বিমান। এমনই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে ভিয়েনা থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্সের বিমানে।

দুই পাইলটের মধ্যে একজন নির্দেশ অমান্য করেছেন। আর তা নিয়েই দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এ ঘটনায় ওই দুই অভিযুক্ত পাইলটকে সাসপেন্ড করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

কথা কাটাকাটির জেরে উড়ন্ত বিমানের ককপিটের মধ্যে ওই দুই পাইলট রীতিমতো মারপিট শুরু করেন। এক পাইলট অপরজনকে লক্ষ্য করে ব্রিফকেস নিক্ষেপ করেন বলেও অভিযোগ উঠেছে। ককপিটে অস্বাভাবিক আওয়াজ শুনে ভেতরে এসে হাঁ হয়ে যান বিমানের ক্রু সদস্যরা। ককপিটে ঢুকে দুই পাইলটের মারপিট থামান বিমানের এক ক্রু সদস্য। পাইলটরা যাতে আর নিজেদের মধ্যে ঝগড়া না করেন, তা দেখতে বাকি সময়টা ওই ক্রু সদস্য ককপিটেই বসেছিলেন।

এ প্রসঙ্গে এয়ার ফ্রান্সের মুখপাত্র জানান, এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়। তবে পাইলটদের মধ্যে হাতাহাতির ঘটনায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়নি বলে তার দাবি। দ্রুততার সঙ্গেই তাদের ঝগড়া থামানো হয় বলে অবহিত করেন তিনি। ফলে যাত্রী সুরক্ষায় ব্যাঘাত ঘটেনি। পাইলটদের মধ্যে এ ধরনের আচরণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করেছেন অনেকেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App