×

জাতীয়

দেশে সাড়ে ৩২ কোটির বেশি করোনা টিকা এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৬:১৪ পিএম

দেশে সাড়ে ৩২ কোটির অধিক করোনা টিকা আমদানি করা হয়েছে। এর মধ্যে বুস্টার ডোজ দেয়া হয়েছে চার কোটির উপরে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদে আওয়ামী লীগের আলী আজমের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে-এ পর্যন্ত (২২ আগস্ট, ২০২২) বত্রিশ কোটি একত্রিশ লাখ নয় হাজার পাঁচশত ডোজ টিকা আমদানি করা হয়েছে। গত ২২ আগস্ট (২০২২ সাল) পর্যন্ত বারো কোটি আটানব্বই লাখ আট হাজার পাঁচশত আটাত্তর জনকে প্রথম ডোজ, বারো কোটি দশ লাখ সাতষট্টি হাজার সাতশত চল্লিশ জনকে দ্বিতীয় ডোজ এবং চার কোটি সাতাশ লাখ উনসত্তর হাজার সাতশত সাতাত্তর জনকে তৃতীয় ডোজ টিকা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App