×

জাতীয়

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৪৩ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৯:০৭ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ১২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ৭৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া একদিনে ২৭৬ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন।

দেশে এ নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৯ হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার ২১৭ জনের করোনা শনাক্ত হয়।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App