×

জাতীয়

আকরাম খানের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৮:২৯ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে আকরাম খানের বাসায় গৃহকর্মীর মরদেহ পাওয়ার খবরে এ উদ্ধারাভিযান শুরু করে কাফরুল থানা পুলিশ।

নিহত ওই গৃহকর্মীর নাম সাহিদা আক্তার (২২)। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা তিনি। ১৩ বছর আকরাম খানের বাসায় কাজ করে আসছিলেন তিনি।

পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনার সময় আকরাম খানের বাসায় কেউ উপস্থিত ছিলেন না। তার স্ত্রী-মেয়ে বাসায় ফিরে সাহিদাকে ডাকেন। এরপর না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে বাসার পাশে দুই ভবনের মাঝখানে সাহিদাকে পড়ে থাকতে দেখেন আকরাম খানের স্ত্রী। তখনই পুলিশকে খবর দেয়া হয়। এরপর কাফরুল থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাহিদার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App