×

খেলা

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ০৭:৪৭ পিএম

টস জিতে ফিল্ডিংয়ে ভারত
টস জিতে ফিল্ডিংয়ে ভারত

দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম

এশিয়া কাপের ১৫তম আসরে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে আজ রবিবার (২৮ আগস্ট) মুখোমুখি এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

এই ম্যাচে কালো আর্মব্র্যান্ড পরে মাঠে নামবেন বাবর আজমরা। ভয়াবহ বন্যায় পাকিস্তানের সাধারণ মানুষ বেশ কষ্টে দিনযাপন করছে। ভয়াবহ বন্যার মুখে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। চলমান অবিরাম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হাজার পেরিয়েছে। এছাড়া বন্যায় বাড়ি-ঘর হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন অন্তত ৩ কোটি মানুষ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, দেশজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ ও সমর্থন জানাতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে কালো আর্মব্র্যান্ড পরবে পাকিস্তান ক্রিকেট দল।

[caption id="attachment_364508" align="aligncenter" width="700"] দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম[/caption]

পাকিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পেয়ে আজ অন্যরকম সেঞ্চুরি করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে ৯৯টি ম্যাচ খেলেছেন কোহলি। আজ ক্যারিয়ারে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন তিনি।

এশিয়ার এই দুই জায়ান্ট টি-টোয়েন্টি সংস্করনে ৯ বার মুখোমুখি হয়েছে। যেখানে ভারত জিতেছে ৭ বার ও পাকিস্তান জিতেছে মাত্র ২ বার। ভারত-পাকিস্তান সর্বশেষ ২০১২ সালে দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিল। তবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। এশিয়া কাপের মঞ্চে এপর্যন্ত মোট ১৫ বার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এতে জয়ের পাল্লা ভারী ভারতেরই। ৮ বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া ও ৫ বার জিতেছে পাকিস্তান। আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক, অর্শদ্বীপ সিং, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ: আসিফ আলী, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ, শাহ নাওয়াজ, খুশ দিলশাহ ও মোহাম্মদ রিজওয়ান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App