×

জাতীয়

চালের আমদানি শুল্ক প্রত্যাহার, নিয়ন্ত্রণমূলক শুল্ক কমে ৫ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ০৮:৩৩ পিএম

চালের আমদানি শুল্ক প্রত্যাহার, নিয়ন্ত্রণমূলক শুল্ক কমে ৫ শতাংশ

চালের বাজার। ফাইল ছবি

চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

ফলে ব্যবসায়ীরা এখন মাত্র ৫% শুল্ক দিয়ে সেদ্ধ ও আতপ চাল আমদানি করতে পারবেন। তবে সুগন্ধি চাল পূর্ণ শুল্ক (৬২%) দিয়ে আমদানি করতে হবে।

রবিবার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, সুগন্ধি চাল ছাড়া যেকোনও চাল আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। সুবিধাটি বহাল থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এনবিআরের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এই প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি হারে চাল আমদানির পূর্বে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয় কর্তৃক এই উদ্দেশ্যে মনোনীত অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা থেকে লিখিত অনুমোদন গ্রহণ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App