বঙ্গবন্ধুর নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দু’টি নিয়ে ব্যতিক্রমধর্মী এক বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজে। শোকাবহ আগষ্ট মাস উপলক্ষে এ মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানের সকল ছাত্র-ছাত্রীরা পুরো দু’টি বই পাঠ করে। চূড়ান্তভাবে বিশজন শিক্ষার্থী অনুষ্ঠানে তা উপস্থাপন করেন।
মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম জামালের সভাপতিত্বে ও ডা. রোকনুজ্জামান ভূঞার সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী এ বইপড়া প্রতিযোগিতায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শামীমা পারভীন, অধ্যাপক ডা. সুদীপ দাস গুপ্ত, ডা. রোকনুজ্জামান ভূঞা প্রমুখ। বক্তারা এ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। এরকম প্রতিযোগিতা ভবিষ্যতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অনুকরণীয় হতে পারে বলে তারা মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ডা. এবিএম জামাল ছাত্রদের উদ্দেশ্যে বলেন, বাংলা অন্যতম সমৃদ্ধ ভাষা। চিকিৎসা বিজ্ঞানের জটিল পড়ালেখার পাশাপাশি বাংলায় রচিত বঙ্গবন্ধুর মতো গুণীজনের লিখিত পুস্তক পাঠ করলে শিক্ষার্থীদের মনো দৈহিক উৎকর্ষ সাধন হবে।
কম্পিটিশন কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. এন সি নাথ বলেন, শোক তখনই শক্তিতে রুপান্তরিত হবে যখন মুক্তিযুদ্ধের চেতনা, দর্শন এবং বঙ্গবন্ধুর আদর্শ প্রতিফলিত হবে প্রত্যেকের কর্ম ও ভাবনায়।
অনুষ্ঠানে বিচারকমণ্ডলী তিনজনকে বিজয়ী ঘোষণা করেন। প্রথম হয়েছেন ইফফাত আমান অত্রী, দ্বিতীয় হয়েছেন সাফওয়ান রহমান এবং তৃতীয় হয়েছেন কাজী তাহিরিন ইলমা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।