×

খেলা

ভারতের বিরুদ্ধে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৯:১৬ এএম

ভারতের বিরুদ্ধে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফাইল ছবি

ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা। এর আগে ফুটবল ম্যাচে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফুটবল নিয়ন্ত্রক এই সংস্থা।

ফিফার শর্ত অনুযায়ী দেশটির সর্বোচ্চ আদালত ফেডারেশনের আগের পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করায় ও ফেডারেশনের নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেয়ায় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা। খবর রয়টার্স, জিও নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এরপর থেকে পরিচালনা কমিটির বদলে ফিফার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে থাকে ক্রীড়া মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাকে চিঠিও দেয় তারা।

ভারতের দ্রুত পদক্ষেপে সন্তুষ্ট হয়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা। শুক্রবার রাতে নিজেদের ওয়েবসাইটে সংস্থাটি জানিয়েছে, তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত হওয়ায় ব্যুরো কাউন্সিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App