×

খেলা

এশিয়া কাপে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৭:৪৬ পিএম

এশিয়া কাপে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

দুবাইয়ে ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ শুরু। ছবি: ভোরের কাগজ।

এশিয়া কাপে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

দাসুন শানাকা ও মোহাম্মদ নবী। দুই অধিনায়ক

দুবাইয়ে আজ শনিবার (২৭ আগস্ট) ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতেছে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় আফগানরা। এ ম্যাচ দিয়েই ১৫তম আসরের যাত্রা শুরু হওয়ার ঠিক আগে বদলে গেছে টুর্নামেন্টটির নাম। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ডিপি ওয়ার্ল্ড যৌথভাবে একটি নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করেছে। যার ফলে ছয় দেশ নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের নাম বদলে রাখা হয়েছে ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ ২০২২। এসিসি সভাপতি জয় শাহ নতুন টাইটেল স্পনসর নিয়ে বলেছেন, ২০২২ এশিয়া কাপের টাইটেল স্পনসর হিসেবে ডিপি ওয়ার্ল্ডকে পেয়ে আমরা খুশি। এশিয়া কাপ একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট এবং ডিপি ওয়ার্ল্ডের মতো এক সম্মানিত সঙ্গীর অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই। [caption id="attachment_364316" align="aligncenter" width="700"] দাসুন শানাকা ও মোহাম্মদ নবী। দুই অধিনায়ক[/caption] এবারের এশিয়া কাপে আগে থেকেই খেলা নিশ্চিত ছিল বাংলাদেশসহ পাঁচ দলের। বাছাইপর্ব খেলে এসেছে হংকং। সব মিলিয়ে ১৩ ম্যাচ খেলা হবে, সব ম্যাচ হবে দুবাই ও শারজাহর দুই ভেন্যুতে। আজ ২৭ আগস্ট শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ১১ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্টের ফাইনাল। এশিয়া কাপ ইতিহাসে এই নিয়ে চতুর্থবারের মতো সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের আসর। আজ উদ্বোধনী ম্যাচে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একদিকে আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপ, অন্যদিকে শ্রীলঙ্কার বৈচিত্যময় স্কোয়াড। এই ফরম্যাটে মাত্র একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৬ সালে লড়াইয়ে, রশিদ খানদের হেসেখেলেই হারিয়েছিল লঙ্কানরা। তবে সময়ের পালাক্রমে, সে প্রেক্ষাপট অনেকটাই বদলেছে। ২০ ওভারের ফরম্যাটে, স্পিননির্ভরতা থেকে বেরিয়ে এসেছে আফগানরা। সাম্প্রতিক সময়ে, ভালো করছে দলটির পেসাররাও। তবে লঙ্কানদের মুখোমুখি হবার আগে, চিন্তা ব্যাটারদের নিয়ে। এশিয়া কাপের আগে সময়টা ভালো যায়নি দুই দলের। টুর্নামেন্ট শুরুর আগে, হারতে হয়েছে দ্বিপক্ষীয় সিরিজে। শেষ ১৫ ম্যাচে লঙ্কানদের জয় মোটে তিনটিতে। অন্যদিকে আফগানরা প্রথমবারের মতো সিরিজ হারের তিক্ত স্বাদ পেয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। দুই দলই তাই প্রথম ম্যাচে জয়ের দিকে চোখ রাখছে। এদিকে সেরা একাদশ নিয়ে নামতে দেখা যাবে দুদলকে। আফগান অধিনায়ক মোহাম্মদ নবী প্রথম ম্যাচ জিতে এগিয়ে যেতে চান। আর শ্রীলঙ্কা তাদের সেরা পেস বোলার চামিরাকে না পেলেও মোটামুটি বর্তমান সময়ের সেরা একাদশই পাবে। অধিনায়ক শানাকার পাশাপাশি দলের ওপেনিংয়ে মেন্ডিস, ভানুকা রাজাপাকসে ও গুনাথিলাকা আছে দারুণ ছন্দে। আর তাদের বোলিংয়ের মূল শক্তি হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে। আর আফগান শিবিরে মূল আকর্ষণে থাকছে তাদের তরুণ লেগস্পিনার রশিদ খান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬.২২ ইকোনমিতে ১১২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও তরুণ নুর আহমাদকেও রহস্য স্পিনার মনে করেন অনেকে। অভিষেক টি-টোয়েন্টিতেই ৪ রানে ৪ উইকেট শিকার করে নিজের আগমন জানান দিয়েছিলেন তিনি। আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, নুর আহমেদ। শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা/ আসেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুশঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App