×

জাতীয়

ইভিএমে দুই নাম্বারির সুযোগ নেই: ইসি হাবিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৯:৪২ পিএম

ইভিএমে দুই নাম্বারির সুযোগ নেই: ইসি হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। ফাইল ছবি

ইভিএমে দুই নাম্বারি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। শনিবার (২৭ আগস্ট) সিলেটের ওসমানীনগরের উমপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি মো. আহসান হাবিব খান বলেন, আমরা এখন পর্যন্ত চার শতাধিক নির্বাচন ইভিএম দিয়ে করেছি, কিন্তু কোথাও কোনো অভিযোগ নেই। আগামী নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইভিএমে দুই নাম্বারি করার কোনো সুযোগ নেই। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা ব্যালট সন্ত্রাসী করে।

নির্বাচন কমিশনার নতুন ভোটারদের ছবি তোলা এবং আঙ্গুলের চাপ গ্রহণের কাজ পরিদর্শনসহ ভোটারদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া, সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, বিয়ানী বাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েস দুলাল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App