×

সারাদেশ

ঐতিহ্যবাহী কালিপুকুর পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ১১:০৬ পিএম

ঐতিহ্যবাহী কালিপুকুর পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন

শুক্রবার বিকেলে কালিপুকুরের উন্নয়ন ঘুরে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ছবি: ভোরের কাগজ।

রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীর ২৩ নং ওয়ার্ডের বোসপাড়া কালিপুকুর সংরক্ষণ, উন্নয়ন ও সৌন্দর্য্যবর্ধন করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে কালিপুকুরের উন্নয়ন ঘুরে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে এলাকাবাসীর সাথে কথা বলেন তিনি। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫ লাখ টাকা ব্যয়ে পুকুরের চারপাশে ২৪০ মিটার প্রটেকশন ওয়াল এবং রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া ৪৫ লাখ টাকা ব্যয়ে পুকুরের চারপাশসহ সংলগ্ন এলাকায় ৫৫০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। সৌন্দর্য্যবর্ধনে পুকুরপাড়ে গ্রাফিতি করা হয়েছে। সংরক্ষণ ও উন্নয়নের পর দৃষ্টিনন্দন হয়েছে কালি পুকুর। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাহাতাব হোসেন চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুল হুদা রানা, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App