×

মুক্তচিন্তা

শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন বন্ধের সুবিধা-অসুবিধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০২:০৬ এএম

শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন বন্ধের সুবিধা-অসুবিধা
সপ্তাহে ৫ দিন শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখলে সাশ্রয় কম হলেও অনেকাংশে সেটি লাঘব হয়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ রাখলে ছাত্রছাত্রীদের স্কুল-কলেজ চালুর দিনগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার বেড়ে যায়। বাবা-মা এবং শিক্ষকরা স্কুল-কলেজের ছুটি ২ দিন থাকার কারণে সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে শনিবারেও ডাক্তারের অ্যাপয়েন্টসহ অন্যান্য দরকারি কাজ সময় নিয়ে করতে পারে। শিক্ষক নিয়োগ কার্যক্রমগুলোও সহজতর হয়ে যায়। শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ অনান্য চাকরির যত নিয়োগ পরীক্ষা আছে সেসব পরীক্ষা নেয়া সহজ হবে। শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে ৬ দিন খোলা থাকলে ছাত্রছাত্রীদের জন্য এই দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করা বিরক্তিকর হয়ে ওঠে। যারা প্রাথমিক অবস্থায় আছে তাদের জন্য এই পরিকল্পনা মানা আরো কঠিন। সপ্তাহে ৫ দিন খোলা রেখে দুদিন বন্ধ রাখলে পরবর্তী ৫ দিন ক্লাসের জন্য নিজেকে প্রস্তুত করা, পোশাক-আশাক থেকে শুরু করে মানসিকভাবেও সতেজ থাকবে তারা। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার পাঁচদিন ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আকর্ষণ বেড়ে যাবে। মধ্যবিত্ত পরিবারের যেসব ছাত্রছাত্রী খাদ্য-অভাবে ভুগছে তাদের স্কুল-কলেজ যাতায়াত ভাড়াসহ অন্যান্য খরচ কমে যাবে, এতে ব্যালেন্স তৈরি হবে। আমেরিকার একটি প্রতিষ্ঠান ‘কলোরাডো’র শিক্ষার্থীদের একটি গবেষণায় পাঁচদিনের সময়সূচিতে শিক্ষার্থীদের মধ্যে গণিতের একটি স্কোর করেন। স্কোরের একটি পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। অনুরূপ আরেকটি গবেষণায় ছাত্রদের কর্মদক্ষতায় কোনোরূপ পরিবর্তন দেখা যায়নি। ‘ওরেগন স্টেট ইউনিভার্সিটির একটি প্রতিবেদনে দেখা গেছে যে, যারা শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচদিনের সময়সূচিতে পরিবর্তন করেছে; শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক কর্মক্ষমতা সাময়িকভাবে হ্রাস পেয়েছে। বিশেষ করে সংখ্যালঘু নিম্ন আয়ের এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে।’ কলোরাডোতে একটি সাম্প্রতিক গবেষণায় সপ্তাহে ২ দিন স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে একটি নেতিবাচক ফলাফল প্রকাশ করা হয়েছে : কিশোর অপরাধ বৃদ্ধি। শিক্ষা গবেষকরা বলছেন সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে কিশোররা অপরাধে জড়িয়ে পড়ছে এবং গ্রেপ্তার বেড়ে গেছে। বিশেষ করে লুটপাট ৭৩ শতাংশ। কিন্তু মাদক-সম্পর্কিত বা সহিংস অপরাধে কোনো পরিবর্তন হয়নি। মাদকাসক্তি সংক্রান্ত অপরাধের বৃদ্ধি সপ্তাহের সব দিনেই পরিলক্ষিত হয়েছে, শুধু যেদিন স্কুলে অধিবেশন নেই সেই দিনেই বেড়েছে। এছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি অনেকাংশে বেড়ে যায়। বিভিন্ন মোবাইল গেম : ফ্রি ফায়ার, পাবজির মতো গেমের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে- এর মূল কারণ যখন তারা ফ্রি সময় পায় সেই সময় তারা ডিভাইস আসক্ত হয়ে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠান পর পর ২ দিন বন্ধ থাকলে এই আসক্তি অনেকাংশে বেড়ে যেতে পারে। তাই সবকিছু বিবেচনা করে কর্তৃপক্ষের উচিত পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করা। মো. সুমন প্রামানিক শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App