×

জাতীয়

রাজধানীতে বাম জোটের ঢিলেঢালা হরতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০৮:৫৯ এএম

রাজধানীতে বাম জোটের ঢিলেঢালা হরতাল

রাজধানীর পল্টনে বাম জোটের হরতালের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। ছবি: ভোরের কাগজ

রাজধানীতে বাম জোটের ঢিলেঢালা হরতাল

বাম জোটের ডাকা হরতালে নাশকতা ঠেকাতে পল্টন মোড়ে অবস্থান নেয় পুলিশ। ছবি: ভোরের কাগজ

রাজধানীতে বাম জোটের ঢিলেঢালা হরতাল

হরতালে পল্টন মোড়ে অবস্থান নেয় বাম জোটের নেতাকর্মীরা। ছবি: ভোরের কাগজ

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে শুরু হয়েছে। হরতালে রাজধানীর সব সড়কেই যান চলাচল প্রায় স্বাভাবিক। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান শুরু হয়েছে স্বাভাবিক নিয়মে। তবে রাজধানীর পল্টনে বাম জোটের নেতাকর্মীদের বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে, বিএনপিও এ হরতালকে সমর্থন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে গতকাল রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সব শ্রেণির মানুষকে অর্ধদিবস হারতাল পালনের আহ্বান জানান নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। হরতালের সমর্থনে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হবে বলে নেতারা জানান।

[caption id="attachment_363867" align="aligncenter" width="700"] বাম জোটের ডাকা হরতালে নাশকতা ঠেকাতে পল্টন মোড়ে অবস্থান নেয় পুলিশ। ছবি: ভোরের কাগজ[/caption]

রুহিন হোসেন প্রিন্স আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশবাসীকে রাজপথে থেকে অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানান। তারপরও সরকার এসব দাবি বাস্তবায়ন না করলে আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয় বাম জোট।

হরতাল চলাকালে হাসপাতাল, জরুরি সেবাদানকারী যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান, খাবার হোটেল) হরতাল কর্মসূচির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়।

[caption id="attachment_363868" align="aligncenter" width="700"] হরতালে পল্টন মোড়ে অবস্থান নেয় বাম জোটের নেতাকর্মীরা। ছবি: ভোরের কাগজ[/caption]

দেশের মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে উল্লেখ করে রুহিন হোসেন বলেন, বর্তমান সংকটে মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে সরকার নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। স¤প্রতি মোটা চালসহ চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবাড়ার প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে। এরমধ্যে পানির দাম সেপ্টেম্বর থেকে আবারো বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোরও পাঁয়তারা চলছে। মূল্যবৃদ্ধির জাঁতাকলে সারাদেশে শ্রমজীবী মানুষই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও উল্লেখ করেন রুহিন হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আবদুল আলী, বাসদের রাজেকুজ্জামান রতন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App