×

মুক্তচিন্তা

দায়িত্বশীলদের অতিকথন ও সমাজে তার প্রভাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০২:০৫ এএম

কোনো দেশের পররাষ্ট্র বিভাগ যত বেশি ডিপ্লোমেটিক জোনে তাদের দক্ষতার পরিচয় দিতে পারবেন সে দেশের সুনামও বাইরের দেশে তত বেশি বাড়বে। আমাদের দেশের পররাষ্ট্র বিভাগ যুদ্ধাপরাধীদের বিচারের শুরু থেকে এ পর্যন্ত যথেষ্ট দায়িত্বশীলতা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ যখন সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর বিভিন্ন দেশ যখন কোভিড-১৯ টিকার জন্য টিকা প্রস্তুতকারী দেশগুলোর কাছে টাকা দিয়েও টিকা পাচ্ছিল না, ঠিক তখন আমাদের এই পররাষ্ট্র বিভাগ ডিপ্লোমেটিক জোনে তাদের সফলতার পরিচয় দিয়ে কোভিড-১৯ টিকা সংগ্রহ করে দেশের মানুষকে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করেছেন। এর বাইরে জাতির পিতা হত্যার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের বিদেশের মাটি থেকে দেশে ফিরিয়ে আনতে এখনো কাজ করে যাচ্ছেন। এই বিষয়ে হয়তো তারা একদিন অবশ্যই সফলতা পাবেন এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাম্প্রতিক চট্টগ্রামের একটি অনুষ্ঠানে আমাদের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ভারত সফর বিষয়ে যা বললেন (যদি তিনি তাই বলে থাকেন) তাকে কোনোভাবেই কূটনীতিক ভাষাসুলভ বক্তব্য বলা যায় না। বিদেশ নীতিতে কূটনীতিক পর্যায়ে একজন পররাষ্ট্রমন্ত্রী অনেক কিছুই বলতে পারেন কিন্তু, তিনি কী কী বললেন তা ভরা সমাবেশে প্রকাশ করতে কখনই পারেন না, এক্ষেত্রে রাষ্ট্রের একটি গোপনীয়তা নামক বিষয় আছে এটা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনার ভালোভাবেই মনে রাখা উচিত ছিল। তবে ওনার বক্তব্য নিয়ে যে খোদ আওয়ামী লীগেই অসন্তোষ বিরাজ করছে তা আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে গিয়ে কোন কোন চুক্তি সম্পাদন করলেন কিংবা পুরো সফরে কী কী করলেন তা দেশে এসে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করবেন আর মন্ত্রী মহোদয়গণ বিদেশ সফরে কোনো চুক্তি করলে বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলে তারা বিদেশ সফর শেষে দেশে ফিরে এসে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন এটাই নিয়ম। প্রকৃতপক্ষে দেশের যে কোনো দায়িত্বশীল পদে থাকলে মিডিয়ার সামনে সাবধানে কথা বলতে হয় এই বিষয়টা আমাদের দায়িত্বশীল ব্যক্তিদের বোঝা উচিত। অন্যথায় এই গুটিকয়েক দায়িত্বশীল ব্যক্তির কারণেই যে কোনো দলের জনগণের কাছে সমালোচিত হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা প্রত্যাশা করব দেশের দায়িত্বশীলরা যে কোনো সময় যে কোনো অবস্থায় মিডিয়া তথা জনগণের সামনে কথা বলতে আরো অধিক দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং দেশ ও দলের কথা ভেবে কথা বলবেন। অন্যথায় মিডিয়ায় অতিকথনের জন্য বারবার জনগণের সঙ্গে ভুল বোঝাবুঝির অবকাশ থেকেই যাবে। রতন কুমার তুরী লেখক ও শিক্ষক, ঢাকা। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App