×

সম্পাদকীয়

সাশ্রয়ের পথে সরকার আমাদেরও দায় রয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ১২:৪৭ এএম

সাশ্রয়ের পথে সরকার আমাদেরও দায় রয়েছে

চলমান বিদ্যুৎ ও জ¦ালানি সংকট মেটাতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অফিস কর্মসূচিতে পরিবর্তন আসছে। শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি ২ দিন করা হয়েছে। রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখছে। এছাড়া সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং করে জ¦ালানি তেলের সংকট মোচনের চেষ্টা চালাচ্ছে। তবে লোডশেডিংয়ের কারণে বিঘিœত হচ্ছে বিভিন্ন কলকারখানার কাজ। হ্রাস পাচ্ছে উৎপাদন। কৃষিকাজে বড় ব্যাঘাত ঘটছে বলে খবর আসছে। সরকারকে এদিকে বাড়তি নজর দিতে হবে। কৃষি উৎপাদনে যদি নিয়মিত ব্যাঘাত ঘটে খাদ্য সংকট দেখা দিতে পারে। এ সংকট থেকে উত্তরণে আমাদেরও দায় রয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া, অপচয় রোধেও মনোযোগী হতে হবে। তাহলে সরকারের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জ¦ালানির আন্তর্জাতিক বাজারে যে অস্তিরতা তৈরি করেছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে। ফলে সম্প্রতি দেশজুড়ে লোডশেডিং ফিরে এসেছে। জ¦ালানি তেলের দাম এক লাফে বাড়ানো হয়েছে ৫০ শতাংশ পর্যন্ত। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার পথ খুঁজছে। যুক্তরাজ্য, জাপান, জার্মানির মতো অন্যান্য উন্নত দেশও জ্বালানি সংকটের মধ্যে রয়েছে। সেখানে বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর জোর দেয়া হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি সংকট কতদিন চলবে তা অনিশ্চিত। উপমহাদেশের দেশগুলোও জ্বালানি সংকটের মধ্যে পড়েছে। পাকিস্তানে সংকট দেখা দেয়ায় বিদ্যুৎ ব্যবহারে কৃচ্ছ্র অবলম্বনের প্রক্রিয়া অবলম্বন করে চলেছে। জ্বালানি সংকটে শ্রীলঙ্কার কী শোচনীয় অবস্থা দাঁড়িয়েছে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সাশ্রয়ী হওয়া এবং কৃচ্ছ্রসাধনের বিকল্প নেই। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে খুঁজে বের করতে হবে, কোথায় কোথায় বিদ্যুতের অপচয় হয়, অপ্রয়োজনীয়তা রয়েছে এবং কোথায় বিদ্যুৎ সাশ্রয় করা যায়- এসব বিষয় খতিয়ে বিদ্যুৎ সরবরাহ ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে যেখানে বিদ্যুৎ সাশ্রয় করা যেতে পারে সেখানেই তা করার ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, চলমান বিদ্যুৎ সংকটের মূল কারণ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থা নয়। গ্যাস ও তেল সরবরাহে টান পড়াতেই এমন পরিস্থিতি। দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বড় অংশ তেলনির্ভর। অথচ এখন বিশ্বে জ্বালানি তেল দুর্মূল্য। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গ্যাস, তেল ও কয়লাভিত্তিক বিদ্যুতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেয়ার বিকল্প নেই। বিদ্যুতায়ন টেকসই করতেও নবায়নযোগ্য উৎসের দিকে নজর দিতে হবে। এছাড়া ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন খাতে সরকারের কাজের ধারাবাহিকতা ও গতি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বিদ্যুৎ সংকটের সমাধান আমরা আশা করতেই পারি। তবে বিদ্যুৎ উৎপাদন কিংবা আমদানি সব ক্ষেত্রে স্বচ্ছতার প্রতিফলন দরকার। সব ক্ষেত্রে যাতে জাতীয় স্বার্থ প্রাধান্য পায় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App