×

জাতীয়

শিশুদের করোনা টিকার প্রয়োগ শুরু বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৫:০৩ পিএম

শিশুদের করোনা টিকার প্রয়োগ শুরু বৃহস্পতিবার

ফাইল ছবি

কাগজ প্রতিবেদক : পরীক্ষামূলক প্রয়োগ শেষে বৃহস্পতিবার থেকে ব্যাপক আকারে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ প্রতিরোধী টিকাদান কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম দিকে দেশের ১২টি সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিচালিত হবে। টিকার প্রথম রাউন্ড চলবে মোট ১২ দিন। ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। এরপর টিকার দ্বিতীয় ডোজের রাউন্ড হবে প্রথম রাউন্ডের ২ মাস পর। এর আগে ১১ আগস্ট এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ২৫ তারিখ থেকে শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে উল্লেখ করে আজ বুধবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুরাও এখন টিকা পবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিশুদের টিকা দেয়াতে অভিভাবকদের বলবো আপনারা শিশুদের নিয়ে আসুন। টিকা প্রদান করুন। তবে অবশ্যই স্কুলের মাধ্যমে নিবন্ধিত হয়ে আসতে হবে। আমাদের পর্যাপ্ত টিকা আছে। জুলাই মাসে এই টিকাদান কর্মসূচি শুরু হবার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরি করা হয়। দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের সংখ্যা ৪ কোটি ৪০ লাখ। এদের দেয়ার জন্য ৪ কোটি ১০ লাখ টিকার নিশ্চয়তা পেয়েছে স্বাস্থ্য বিভাগ। দুই ডোজ করে টিকা দিতে প্রয়োজন হবে ৮ কোটি ৮০ লাখ ডোজ। এর আগে, ১২ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের টিকার আওতায় আনে সরকার। এই বয়সি শিক্ষার্থীদের মধ্যে ৯৮ শতাংশ টিকার ১ম এবং ৮৩ শতাংশ ২য় ডোজের টিকা পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App