আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড সভার আগে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত আছে। আগামী ২৯ আগস্ট ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আন্তঃব্যাংক বাজারে বুধবার (২৪ আগস্ট) ডলারের বিপরীতে পাকিস্তানি রুপি ২১৮.৫ হয়েছে। যা আগের দিন ছিল ২১৭.৬৬ রুপি।
বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আইএমএফ বোর্ডের পাকিস্তানের জন্য ১.১৭ বিলিয়ন ডলার ঋনের অনুমোদন না পাওয়া পর্যন্ত রুপির ওপর চাপ অব্যাহত থাকবে।
ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে স্টেট ব্যাংক অব পাকিস্তানের ভারপ্রাপ্ত গভর্নর মুর্তজা সৈয়দ বলেন, আইএমএফের কাছ থেকে নির্বাহী বোর্ডের অনুমোদনের ৬ দিনের মধ্যে ১.১৭ বিলিয়ন ডলারের ঋণ পেতে পারে পাকিস্তান। আইএমএফের চাপ ছাড়াও সরকার বিলাসবহুল পণ্য আমদানির ওপর কয়েক মাস ধরে চলা নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। তবে, রপ্তানি কাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পায়নি। ফলে, রুপির ওপর চাপ পড়েছে।
অর্থনীতিবিদ এবং ফেডারেল অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন উপদেষ্টা ড. খাকান হাসান নাজিব বলেন, রুপির দরপতন কেবল বিশ্বব্যাপী ডলার শক্তিশালী হওয়ার কারণে হচ্ছে না। দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণেও রুপির পতন হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।