×

জাতীয়

৬১টি জেলা পরিষদে ভোট ১৭ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৫:৪৪ পিএম

আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) আজ মঙ্গলবার (২৩ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমে। অবশ‌্য সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এই উপনির্বাচন ব‌্যালট পেপারে অনুষ্ঠানের দাবি জানিয়েছে। ইভিএমে হলে ভোটে অংশ নেবে না বলেও ইসিকে জানিয়েছে জাপা। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। দেশের ৬১টি জেলা পরিষদের সদ্য সাবেক নির্বাচিত চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গত ২৭ এপ্রিল বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার গত ১৭ এপ্রিল দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছিল সরকার। এর ১০ দিন পর সরকার ২৭ এপ্রিল জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত জানালো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ৬১টি জেলায় সদ্য বিদায়ী চেয়ারম্যানদের স্ব স্ব জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App