×

খেলা

হেড কোচ ছাড়াই টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৪:১৫ পিএম

হেড কোচ ছাড়াই টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ

রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি

হেড কোচ ছাড়াই টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলবে বাংলাদেশ- গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এমন বার্তাই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (২২ আগস্ট) শ্রীধরন শ্রীরাম টি-টোয়েন্টি পরামর্শক হলে হেড কোচ কে- এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পাপন আরও বলেন, এশিয়া কাপে থাকছেন না প্রধান প্রশিক্ষক (হেড কোচ) রাসেল ডমিঙ্গো। টি-টোয়েন্টি পরামর্শক হিসেবে তার স্থলবর্তী থাকছেন ভারতীয় ক্রিকেট শ্রীধরন শ্রীরাম।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিসিবি সভাপতি টেস্ট, ওয়ানডে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টি উল্লেখ করে বলেন, মূলত টেস্ট, ওয়ানডে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কারণেই টি-টোয়েন্টি থেকে রাসেল ডমিঙ্গোকে বিশ্রাম দেয়া হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন টি-টোয়েন্টি ফরম্যাটের কোচিং স্টাফে সঙ্গে সদ্য যোগ দেয়া শ্রীধরন শ্রীরাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App