×

জাতীয়

প্রধানমন্ত্রীর আশ্বাসে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৯:০১ এএম

# আপাতত ১২০ টাকা মজুরিতে কাজে ফিরছেন শ্রমিকরা

প্রধানমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার চা-শ্রমিকরা। আপাতত ১২০ টাকা মজুরিতে কাজে ফিরছেন তারা।

সোমবার (২১ আগস্ট) রাত নয়টার দিকে মৌলভীবাজার শহরে জেলা প্রশাসক কার্যালয়ে চা-শ্রমিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়। গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী ভারত সফর শেষে দেশে ফিরলে তাদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে।

মজুরি বাড়ানোর বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে চা-শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রধানমন্ত্রী আমাদের জন্য যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা মেনে নেবো।

চা-শ্রমিকদের বিরল ধর্মঘটে গত ১২ দিন ধরে সারা দেশের বাগান থেকে চা-পাতা উত্তোলন, কারখানায় প্রক্রিয়াজাত ও উৎপাদন বন্ধ থাকে। এতে স্থবির হয়ে পড়ে দেশের চা শিল্প। দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে দেশের ২৪১ চা-বাগানে লাগাতার কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এর আগে প্রতিদিন ২৩ কেজি চা-পাতা উত্তোলন করে ১২০ টাকা মজুরি পেতেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App