×

জাতীয়

অর্থনীতিবিদদের আশঙ্কাকে আমরা গুরুত্ব দেইনা: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০২:৪৩ পিএম

অর্থনীতিবিদদের আশঙ্কাকে আমরা গুরুত্ব দেইনা: পরিকল্পনা প্রতিমন্ত্রী

রবিবার আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। ছবি: ভোরের কাগজ।

অর্থনীতিবিদরা সব সময় আশঙ্কা প্রকাশ করেন। তাই আমরা অর্থনীতিবিদদের আশঙ্কাকে গুরুত্ব দেইনা বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

আজ রবিবার (২১ আগস্ট) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে ‘নিউ চ্যালেঞ্জ ইন দ্যা ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থ ও বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বাংলাদেশের নিট পোশাক খাতের শীর্ষ সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির, ইআরএফ সভাপতি শারমীন রিনভী প্রমুখ।

আলোচনায় মোহাম্মদ হাতেম বলেন, বর্তমানে সরকারের অন্যতম খাত হচ্ছে রপ্তানি। অথচ পোশাকসহ অন্যান্য পণ্যে বায়ার থেকে নতুন অর্ডার পাওয়া যাচ্ছে না, এমনকি চলমান অর্ডারও স্থগিত রাখা হচ্ছে। আমরা কঠিন সময় পার করছি।

তিনি আরও বলেন, আমরা নানাভাবে জুলুমের শিকার হচ্ছি। এনবিআর এর পলিসি ব্যবসাবান্ধব নয়। ব্যাংকগুলোও নানাভাবে জুলুম করছে। আন্তর্জাতিকসহ নানা ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। গ্যাস সংকটে উৎপাদন কমছে। এ কারণে রপ্তানির পরিবর্তে আমদানি বাড়ছে। এতে সরকার ক্ষতিগ্রস্ত হবে।

মোহাম্মদ হাতেম বলেন, আমরা যতই ব্যবসা সহজের কথা বলি ততই ব্যবসা কঠিন হচ্ছে। রপ্তানি আদেশ কমে যাচ্ছে, হাতে নতুন অর্ডার নেই। কঠিন পরিস্থিতির মধ্যে আছে। বিদেশির মেটারিয়ালসের দাম বেড়েছে, ফলে উৎপাদন খরচ বেড়েছে। এনবিআরের পলিসি ব্যবসাবান্ধব নয়।

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট আবুল কাসেম খান বলেন, পৃথিবীতে এনার্জি সংকট চলছে। আমাদের এনার্জি সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ। কোল এনার্জির ব্যবহার করতে হবে। গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে। দেশে প্রচুর গ্যাস মজুত রয়েছে। গ্যাস অনুসন্ধানে মাস্টার প্ল্যান করতে হবে।

এ কে খান বলেন, এনার্জি খাত নিয়ে আগামী ১০ থেকে ১৫ বছর মেয়াদি একটা মাস্টার প্ল্যান করতে হবে। যাতে করে এনার্জি খাতে বাংলাদেশ সারপ্লাস থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App