×

সারাদেশ

মুন্ডা পল্লিতে হামলা, আহত নরেন্দ্র মুন্ডার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৮:৪০ পিএম

মুন্ডা পল্লিতে হামলা, আহত নরেন্দ্র মুন্ডার মৃত্যু

মৃত নরেন্দ্র মুন্ডা। ছবি সংগৃহীত।

সাতক্ষীরার শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ঘটনায় আহত নরেন্দ্র মুন্ডার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছেলে সনাতন মুন্ডা ও মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস মন্ডল গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ধুমঘাট অন্তাখালি মুন্ডা পল্লিতে এ হামলার ঘটনা ঘটে। সে সময় হামলায় তিন নারী ও একজন বৃদ্ধ আহত হন। এরা হলেন ফনিন্দ্র মুন্ডার স্ত্রী বিলাসী মুন্ডা , সনাতন মুন্ডার স্ত্রী রিনা মুন্ডা , লক্ষিন্দর মুন্ডার স্ত্রী সুলতা মুন্ডা ও প্রয়াত মল্লুকচান মুন্ডার ছেলে নরেন্দ্র মুন্ডা। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুন্ডাপাড়ার লোকদের অভিযোগ, আকস্মিকভাবে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দুই থেকে আড়াইশ সন্ত্রাসী মুন্ডা পাড়া ঘিরে ফেলে। এ সময় হামলাকারীরা প্রতিটি পরিবারকে বসত ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখে তাদের ভোগ দখলে থাকা জমিতে পাওয়ারটিলার দিয়ে চাষ শুরু করে। এ সময় অবরুদ্ধ অবস্থা থেকে কোনো রকমে নিজেদের ছাড়িয়ে নিয়ে হামলাকারীদের বাধা দিলে তাদের বেধড়ক মারধর করা হয়।

হামলার সঙ্গে জড়িতরা সরকারি দলের ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে এলাকাবাসী।

অভিযুক্ত রাশিদুল সরদার বলেন, তাদের জমি মুন্ডা সম্প্রদায়ের লোকজন অবৈধভাবে দখলে রেখেছিল। শুক্রবার ওই জমি চাষ করতে গেলে তাদের জমিতে নামতে বাধা দেয়া হয়। কাউকে মারপিটের ঘটনা ঘটেনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়ে। এ বিষয়ে এখন লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App