×

খেলা

এশিয়া কাপের ধারাভাষ্যে বাংলাদেশের আতহার আলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৬:০৯ পিএম

এশিয়া কাপের ধারাভাষ্যে বাংলাদেশের আতহার আলী

আতহার আলী খান

এক সপ্তাহ পরই শুরু হবে এশিয়া কাপের পঞ্চদশ আসর। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ছয় দলের এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস। এরইমধ্যে প্রকাশিত হয়েছে এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেল। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন আতহার আলী খান।

ইংরেজি ভাষায় ধারাভাষ্যের জন্য ১০ জনের প্যানেল নির্বাচন করেছে এশিয়া কাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। সেই প্যানেলে বাংলাদেশের একজন বাদে ভারত থেকে রয়েছেন সর্বোচ্চ পাঁচজন। পাকিস্তান থেকে রয়েছেন দু’জন। শ্রীলংকা এবং নিউজিল্যান্ড থেকেও একজন করে ধারাভাষ্যকার দায়িত্ব পালন করবেন এশিয়া কাপে।

এশিয়া কাপের জন্য ভারতের পাঁচ ধারাভাষ্যকার হলেন- রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, দ্বীপ দাশগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার। পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন। শ্রীলংকার রাসেল আর্নল্ড এবং নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস থাকবেন এশিয়া কাপের ধারাভাষ্যে।

২৭শে আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ফাইনাল হবে ১১ই সেপ্টেম্বর। এবারের আসরটি টি-টোয়েন্ট ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App