×

আন্তর্জাতিক

জ্বালানি থেকে রাশিয়ার আয় হবে ৩৩৮ বিলিয়ন ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৫:১০ পিএম

জ্বালানি থেকে রাশিয়ার আয় হবে ৩৩৮ বিলিয়ন ডলার

ফাইল ছবি

গত বছরের তুলনায় এ বছর জ্বালানি বিক্রি করে ৩৮ শতাংশ বেশি আয় করতে যাচ্ছে রাশিয়া। মূলত তেল রপ্তানি বৃদ্ধি এবং সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধির কারণেই প্রচুর আয় করছে দেশটি। খবর রয়টার্স।

রিপোর্ট অনুযায়ী, রাশিয়া এ বছর জ্বালানি বিক্রি করে ৩৩৭.৫ বিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে। ২০২১ সালে রাশিয়ার এ খাত থেকে আয় ছিল ২৪৪.২ বিলিয়ন ডলার। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতি ধাক্কা খেলেও জ্বালানী থেকে অতিরিক্ত আয় দিয়ে সে ধাক্কা সামলে নিয়েছে রাশিয়া।

জার্মানি বলছে, এ বছর গ্যাস রপ্তানি করে আয় দ্বিগুনেরও বেশি বেড়েছে রাশিয়ার। ২০২৫ সালের আগ পর্যন্ত এই অতিরিক্ত রপ্তানি আয়ের সুবিধা ভোগ করতেই থাকবে রাশিয়া। এরপর এই দাম কমে আসবে। ওই নথিতে আরও বলা হয়, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার তেল উৎপাদন বৃদ্ধি করেছে। এশিয়ার দেশগুলোও রাশিয়ার থেকে তেল আমদানি করতে শুরু করেছে কিংবা যারা আগে থেকেই আমদানি করতো তারা ক্রয় বাড়িয়ে দিয়েছে। এতে লাভবান হচ্ছে রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App