×

খেলা

সাকিবদের নতুন পরামর্শক হচ্ছেন শ্রীরাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১১:৩০ এএম

সাকিবদের নতুন পরামর্শক হচ্ছেন শ্রীরাম

বাংলাদেশ দলের নতুন পরামর্শক শ্রীরাম

সাকিবদের নতুন পরামর্শক হচ্ছেন শ্রীধরন শ্রীরাম। এর আগে ধারণা করা হচ্ছিল, টি-টোয়েন্টি এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপেও তাকে কোচ হিসেবে রাখা হতে পারে। এমনকি দীর্ঘ মেয়াদেও টি-টোয়েন্টি কোচ করা হতে পারে তাকে। তবে কোচ নয়, এবার পরামর্শক হিসেবেই দলে ঠাঁই হলো তার।

শুক্রবার (১৯ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, প্রথম কথা হচ্ছে শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ আগস্ট দুপুরে আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কলসালটেন্ট।

ভারতের জাতীয় দলে খেলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীরাম। ২০০০-২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরে কোচিং রোলে ছিলেন তিনি। ছিলেন ২০১৫ সালের অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরেও। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের অন্যতম সদস্য করা হয়েছিল তাকে। খবর ক্রিকফ্রেঞ্জির।

২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ ছিলেন শ্রীরাম। তামিলনাড়ুর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ড খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করা ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়া প্রবাসী এ ভারতীয়কে করা হচ্ছে টি-টোয়েন্টি কোচ। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কথায় বোঝা গেছে টেস্ট, ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেও ব্যাটিং কোচ হিসেবে থাকবেন জেমি সিডন্স। এশিয়া কাপ দিয়ে সিডন্সেরও একটা পরীক্ষা নেওয়া হবে। বিসিবি পরখ করে দেখতে চায়, পাওয়ার হিটিং কোচ হিসেবে কেমন করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App