×

সাহিত্য

মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘তরুণদের দৃষ্টিতে বঙ্গবন্ধু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৯:৪২ পিএম

মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘তরুণদের দৃষ্টিতে বঙ্গবন্ধু’

মুক্তিযুদ্ধ জাদুঘর। ছবি: ভোরের কাগজ

ইতিহাসের কাছে ফিরতে হলে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর কাছেই ফিরতে হবে। আর বঙ্গবন্ধুর কাছে ফেরা মানেই বাংলাদেশকে বুঝতে পারা। কারণ, এক দিনে বঙ্গবন্ধু তৈরি হননি। দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজনে ‘তরুণদের দৃষ্টিতে বঙ্গবন্ধু’ শীর্ষক একক বক্তৃতায় তরুণ আলোকচিত্রী ও প্রামাণ্যচিত্র নির্মাতা সাইফুল হক অমি এসব কথা বলেন। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে জাদুঘর মিলনায়তনে বক্তৃতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোচনার পর তরুণ নির্মাতা জান্নাতুল ফেরদৌস আইভী নির্মিত ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক অবদান’, আরেফিন আহমেদ নির্মিত ‘১৪ বছরের জেল জীবন’ এবং সোহেল মোহাম্মদ রানা নির্মিত ‘মুজিব আমার পিতা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। বক্তৃতায় সাইফুল হক অমি বলেন, বঙ্গবন্ধুকে আরো অনেক বেশি কাজ হওয়া উচিত। গবেষণা হওয়া উচিত। বিশেষ করে তাকে নিয়ে গবেষণাধর্মী চলচ্চিত্র নির্মাণ করা উচিত। কারণ, দীর্ঘ এই মানুষটিকে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় না কারণে তার হত্যাকারী এবং তাদের উত্তরসূরীরা এই কাজটি করেছে। এই দেশের সকল মানুষের নেতা হওয়ার কথা বঙ্গবন্ধুর। কিন্তু তার হত্যাকারী ও তাদের উত্তরসূরীদের কারণে সেটা হয়নি। এদেশের ঐক্যের প্রতীক হিসেবে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠার সেই কাজটি শিল্পমাধ্যমসহ বিভিন্নভাবে করতে হবে। এক্ষেত্রে তরুণদের ভূমিকা রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App