×

জাতীয়

দেশে কমেছে ডিজেল-পেট্রোল-অকটেন বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ১২:৪৯ পিএম

সিএনজি, এলপিজি বা অটোগ্যাসের ব্যবহারে ঝুঁকছেন অনেক ভোক্তা

দেশে উল্লেখযোগ্য হারে কমেছে ডিজেল-পেট্রোল-অকটেন বিক্রি। সম্প্রতি জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় বিক্রির এই চিত্র দেখা যাচ্ছে।

বিকল্প জ্বালানি হিসেবে অনেক ভোক্তা সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা অটোগ্যাসের ব্যবহারে ঝুঁকছেন বলে পেট্রোল ও অকটেনের বিক্রি কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আগে গত জুলাইয়ে গড়ে দৈনিক অকটেন বিক্রি হতো এক হাজার ৩০৯ মেট্রিক টন।

গত ৫ আগস্ট তেলের মূল্যবৃদ্ধির পর থেকে বিক্রি হচ্ছে এক হাজার ১৮৫ মেট্রিক টন। এছাড়া, পেট্রোল দৈনিক গড়ে বিক্রি হয়েছিল এক হাজার ৩০০ মেট্রিক টন, মূল্যবৃদ্ধির পর গড়ে বিক্রি হচ্ছে ৮০০ মেট্রিক টন। একই সঙ্গে ডিজেলের বিক্রিও কমেছে। গত জুলাই মাসে গড়ে দৈনিক ডিজেল বিক্রি হয়েছিল ১৩ হাজার ৬০০ মেট্রিক টন। মূল্যবৃদ্ধির পর থেকে গড়ে দৈনিক ডিজেল বিক্রি হয় ১৩ হাজার ২০০ মেট্রিক টন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App