×

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় মধ্য আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৮:৪০ এএম

ক্যালিফোর্নিয়ায় মধ্য আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

দুর্ঘটনার পর রানওয়ের পাশে পড়ে থাকে বিমান দুটি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মধ্য আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে ছোট দুটি বিমান অবতরণের চেষ্টা করেছিল। তখনই ঘটে এ দুর্ঘটনা। ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরে বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি। খবর আনন্দবাজার পত্রিকার।

দুটি বিমানে মোট তিনজন ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল ওই দুই বিমান।

কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App