দেশে কমেছে ডিজেল-পেট্রোল-অকটেন বিক্রি

আগের সংবাদ

শীর্ষ সমুদ্রবন্দরের তালিকায় ৩ ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর

পরের সংবাদ

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে হামলা ‘আত্মহত্যার সমতুল্য’

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২ , ১২:৫৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৯, ২০২২ , ১:০৯ অপরাহ্ণ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিঝজিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে লড়াই নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। খবর বিবিসির।

জাতিসংঘ মহাসচিব বলেন, জাপোরিঝজিয়ায় যেকোনো সম্ভাব্য ক্ষতিসাধন ‘আত্মহত্যার সমতুল্য’। ইউক্রেনের লভিভ শহরে এ বৈঠকের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান উপস্থিত ছিলেন।

আন্তোনিও গুতেরেসের উদ্বেগের সঙ্গে ঐক্যমত পোষণ করেন তিনি। বৈঠকের পর এরদোগান সাংবাদিকদের বলেন, আরেকটি চেরনোবিলের মতো বিপর্যয়ের আশঙ্কা নিয়ে তিনি উদ্বিগ্ন।

জাপোরিঝজিয়া পারমাণবিক কেন্দ্র এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই কেন্দ্রের কাছের এলাকাগুলোতে তীব্র লড়াই হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। কিয়েভ ও মস্কো এ জন্য একে অপরকে দায়ী করছে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়